আমাদের সংক্ষিপ্ত পরিচিতি ও ইতিহাস
ফুলমালির চালা ছাকেদ আলী উচ্চবিদ্যালয়টি টাংগাইল জেলার ঘাটাইল উপজেলার অন্তর্গত,ফুলমালির চালার মৌজার কেন্দ্রস্থল ঐতিহ্যবাহী জোড়দিঘীতে অবস্থিত । ইহা ১৯৮৭ ইং সনে অত্র এলাকার শিক্ষিত, চাকুরীজীবি, ব্যবসায়ী ও খেটে খাওয়া সাধারন মানুষের অক্লান্ত পরিশ্্রমের সাহায্য ও সহযোগীতার বদৌলতে শিক্ষা প্রতিষ্ঠানটি প্রষ্ঠিত হয়েছে। এ বিদ্যালয়ের সবচেয়ে বেশী যার অবদান তিনি মরহুম ছাকেদ আলী মেম্বার সাহেব। তাঁহার একনিষ্ঠ, বাস্তব, চিন্তাচেতনা ও অসীম অর্থের যোগানের প্রেক্ষিতে এ অজেয় পারাগায়ে গরিব অসহায় ছেলে মেয়ের পড়া লেখার সুব্যবস্থা করার সুবর্ন সুযোগ হয়েছে ।
বিদ্যালয় প্রতিষ্ঠাতা মরহুম ছাকেদ আলী সাহেবের চিন্তা চেতনা ধ্যানধারনা এতই গভীর ছিল যে এ অবহেলীত পাহাড়ী অঞ্চলে যদি ছেলে মেয়েদের সুশিক্ষিত করে না তোলা যায় তবে বর্তমান বিশ্বায়নে এ অঞ্চলের সাধারণ মানুষ শিক্ষা থেকে চির বঞ্চিত থাকবে । তাঁহার দৃঢ় প্রত্যয় ছিল “টাকা পয়সার অভাবে কোন ছেলে মেয়ে যেন বিদ্যালয়ে লেখাপড়া থেকে বঞ্চিত না হয় ”। বিদ্যালয়টি প্রতিষ্ঠাকালীন সময়ে আরও যাহারা অক্লান্ত পরিশ্রম সাহায্য সহযোগীতা দান করেছেন তাঁহারা হলেন, মরহুম আব্দুল করিম সরকার, মরহুম জয়নাল আবেদীন ফকির, মরহুম আবেদ আলী মিয়া ও প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মোঃ আব্দুল হামীদ সাহেব । এলাকার সর্ব সাধারন স্ব স্ব স্বীকারুক্তিতে সর্বপরি সবার সিদ্দান্ত অনুযায়ী বিদ্যালয়ের নামকরন করা হয় “ফুলমালীর চালা ছকেদ আলী উচ্চ বিদ্যালয়” । বিদ্যালয়টি ১৯৮৯ ইং সনে নিম্ন মাধ্যমিক, ১৯৯১ ইং সনে – নবম শ্রেনী ও ১৯৯২ ইং সনে মাধ্যমিক স্তরের স্বীকৃতি লাভ করে। বিদ্যালয়টি ১৯৯৩ সনে সরকারী নীতি মালা অনুযায়ী এম,পি,ও,ভুক্ত হয় । বর্তমানে স্বীকৃতি পেয়ে বিদ্যালয়টি ২০০৬ ইং হতে ভোকেশনাল কোর্স চলু করা হয়েছে । শিক্ষাপ্রতিষ্ঠানের বর্তমানে ছাত্র ছাএী সংখ্যা ৬৬৭ জন । সুদক্ষ পরিচালনা কমিটি, ২০ জন দক্ষ অভিজ্ঞ শিক্ষক/শিক্ষিকা ও কর্মচারী দ্বারা বিদ্যালয়টি পরিচলিত হয়ে আসছে। প্রতিবছর শিক্ষার্থীরা জে, এস, সি, ও এস, এস, সি, এবং এস, এস, সি (ভোকেশনাল) পরিক্ষায় সাফল্যের সহিত উত্তীর্ণ হয়ে আসছে ।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অনুদান ও বিদ্যালয়ে অর্থায়নে প্রতিষ্ঠানটির অবকাঠামো অনেক প্রশংসার দাবিদার । ২০১৫ ইং সন হতে শিক্ষা প্রতিষ্ঠানটি এইচ, এস, সি, বিজ্ঞান, মানবিক, বানিজ্য শাখায় ভর্তি করার সুদূর প্রসারী পদক্ষেপ নেওয়ার নিমিত্তে প্রতিষ্ঠানটি ফুলমালীর চালা ছাকেদ আলী হাইস্কুল এন্ড কলেজে উন্নতি করার প্রক্রিয়াধীন চলছে। শিক্ষাপ্রতিষ্ঠানের কর্তৃপক্ষ পরম করুনাময় আল্লাহ তায়ালার নিকট প্রতিষ্ঠানের সার্বিক সুখ্যাতি, উন্নতি, সমৃদ্ধি কামনা করছি “আমিন”।
“My Academy বাংলাদেশের সর্ববৃহৎ ও সর্বাধিক জনপ্রিয় অনলাইনে পড়াশুনার পোর্টাল”
মাই-একাডেমির সকল সেবা সম্পূর্ণ ফ্রি
ছাত্রছাত্রীদের জন্য মাই-একাডেমিতে রয়েছেঃ-
- শ্রেণি-ভিত্তিক পড়াশোনা (পঞ্চম থেকে দ্বাদশ পর্যন্ত)
- ভর্তি প্রস্তুতি (সকল বিশ্ববিদ্যালয়)
- বি সি এস পরীক্ষা
মাই-একাডেমি থেকে সেবা নিতে আপনাকে শুধুমাত্র একটি একাউন্ট খুলতে হবে www.myacademybd.com থেকে।
শিক্ষকদের জন্য মাই-একাডেমিতে রয়েছে প্রশ্নপত্র তৈরি করার ডিজিটাল পদ্ধতি। এই পদ্ধতিতে তিন (৩) ভাবে প্রশ্নপত্র তৈরি করা যায়। যথা-
- ম্যানুয়াল পদ্ধতি (Manual Process)
- স্বয়ংক্রিয় পদ্ধতি – বহুনির্বাচনী (Automatic Process – MCQ)
- টেস্ট পেপার থেকে নির্বাচিত (Test Paper / Model Test)
এছাড়াও মাই-একাডেমিতে রয়েছেঃ-
- নিজের মতামত দেওয়ার সুবিধা
- নিজের লেখা ক্যাম্পাসে প্রকাশের সবিধা (গল্প, কবিতা, ছড়া ইত্যাদি)
- শিক্ষা বিষয়ক ও চাকরির তথ্য
- শ্রেণি-ভিত্তিক পর্যাপ্ত ভিডিও টিউটোরিয়াল
- কুইজে অংশগ্রহণ করার সুবিধা
- “মডেল টেস্ট” দেওয়ার সুবিধা
- সাধারণ জ্ঞানের পর্যাপ্ত তথ্য
- “ডিজিটাল বই” এর মাধ্যমে সহজে পাঠ পড়ার সুবিধা
- “বাংলা শব্দ উচ্চারন” এর মাধ্যমে সঠিক উচ্চারন জেনে নেওয়ার সুবিধা
আমাদের সকল সেবা প্রতিনিয়ত আপডেট করা হয়।
মাই-একাডেমি মোবাইলে ব্যবহারযোগ্য(সাইটটি রেস্পন্সিভ), মাই-একাডেমি APP ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
বিস্তারিত জানতেঃ- 01614-000421










